চ্যানেল ২৪ সার্চলাইটের নামে ব্লাকমেইলার: আসিফ

আধাআধি নিউজ করে মানুষকে বিব্রত করা এদের বেসিক ধান্দা

চ্যানেল ২৪ সার্চলাইটের নামে ব্লাকমেইলার: আসিফ

নিউজডোর বিনোদন ডেস্ক ♦ চ্যানেল ২৪ এর বিরুদ্ধে ভীষণ চটেছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এ নিয়ে একটি পোস্টও করেছে নিজের ফেসবুক ভেরিপাইড পেইজে।

মঙ্গলবার (২৭ জুলাই) তিনি চ্যানেল ২৪ কে নিয়ে নানা সমালোচনা করেন।

তিনি চ্যানেল ২৪ কে সার্চলাইটের নামে ব্লা্কমেইলার উল্লেখ করে বলেন, সাংবাদিকতার নামে আধাআধি নিউজ করে মানুষকে বিব্রত করা এদের বেসিক ধান্দা তাদের যোগ্যতা আর ক্ষমতার উৎস যে কোন সরকারকে তোষন করা সময় আসলে তারা এই সরকারকেও গিলে খাবে গ্যারান্টি গাদ্দারদের চরিত্র সবসময়ই আত্মসুবিধায় মগ্ন থাকে

তিনি আরও বলেন, একটা সময় ছিল মেজাজ খারাপ হলে প্রয়োজনীয় মাইরধর করা যেতো পরবর্তীতে মুরুব্বীরা সেটিং করে দিতো, এসব এখন পুরনো ফাইল চ্যানেল ২৪ একটা ক্রিমিন্যাল চ্যানেল আমাকে জেল খাটানোর এজেন্ডার সবচেয়ে স্বক্রিয় দালাল এরা আমার কোন বক্তব্য নেয়া ছাড়াই তারা একতরফা প্রতিবেদনের মাধ্যমে সঙ্গীত সমাজের কিছু কুলাঙ্গারকে সমর্থন করেছে তাদের সঙ্গে আবার সঙ্গীতের রথী মহারথীদের টুকটাক ক্যামোফ্লেজ মার্কা প্রেমও বিরাজমান আল্লাহর রহমতে কোর্টে মামলাগুলোর স্বাভাবিক প্রক্রিয়া চলছে তবে করোনার প্রভাবে কোর্টের বারান্দাকে খুব মিস করি নির্ঘুম রাত কাটিয়ে সকালে পায়ে হেঁটে কোর্টের নয় তলায় হাজিরা দেয়ার কথা মনে থাকবে আমৃত্যূ

পোস্টে আরও বলেন, ক্ষমতার প্রশ্রয়ে থাকা এই চাটার দল চ্যানেল তো পরে, চ্যানেলের মালিককেও খেয়ে ফেলবে সুযোগ পেলেই আইন মানি, সংযত আছি একদিন আদালতের ফয়সালা পাবো ইনশাআল্লাহ শেষ ফয়সালা উপরওয়ালার হাতে আমার উপর আরোপিত সকল ফেইক অভিযোগকারী টাউট বাটপারদের শাস্তির মুখোমুখি হতেই হবে চ্যানেল ২৪ নামে এই অসভ্য সিন্ডিকেটের বলয় একদিন ভাঙ্গবেই প্রকৃতির নিয়মে সঙ্গে থাকা দাঁতাল অসভ্যগুলার অস্তিত্বের বিনাশও নিশ্চিত এরা সাংবাদিকতার নামে এক একটা ব্ল্যাকমেইলারের রিপ্রেজেনটেটিভ সাময়িক ক্ষমতা হয়তো এই অসভ্যদের হাতে আছে বেঁচে থাকলে ইনশাআল্লাহ সুদসমেত শাস্তি ফেরত দেয়া হবে আইনের মাধ্যমেই অথচ এই চ্যানেলটার জন্মলগ্ন থেকেই আমি সঙ্গে ছিলাম ভয় পাওয়ার লোক আমি আসিফ আকবর না এই অসভ্যরা আমার সরল জীবনকে বিষিয়ে দিয়েছে, তারাও ভাল থাকার অধিকার রাখেনা আইনের বাধ্যবাধকতায় সংযত আছি, থাকবো ঘৃনা মিশ্রিত একদলা থুতু দিলাম এই অসভ্য চ্যানেল ২৪ এর মুখে বাকী কথা ভবিষ্যতে অবশ্যই হবে, কারন দিন যায় কথা থাকে গাদ্দারদের কথা একটু বেশীই মনে থাকবে