গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে অনিয়মের অভিযোগ

গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে অনিয়মের অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদীর পেট খনন করার কথা থাকলেও শুধুমাত্র তীর খনন করা হচ্ছে। খননের মাটি ৩শত ফিট দূরে রাখার কথা থাকলেও তা নদী তীরেই রাখা হচ্ছে।
সরেজমিন উপজেলার বড়বিল ইউনিয়নের বিরাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, ঘাঘট নদীতে বিরাবাড়ী হতে দক্ষিণ বেতগাড়ী চৌধুরী পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খনন কাজ চলমান রয়েছে।  ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কাজ না করে তাদের ইচ্ছেমতো কাজ করছে। নদীর পেট খনন না করে তীর খনন করা হচ্ছে। খনন করা মাটি আবার নদী তীরেই রাখা হচ্ছে। যা আসন্ন বর্ষা মৌসুমে নদী তীরে রাখা মাটি ধুয়ে আবার নদী তীর ভরাট হয়ে যাবে বলে ঘাঘট পারের বাসিন্দারা জানান। 
তারা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। 
বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, খননের মাটি ৩শত ফিট দূরে রাখার কথা থাকলেও তা নদী তীরেই রাখা হচ্ছে। যা বর্ষা মৌসুমে ওই মাটি ধুয়ে আবার নদী ভরাট হবে।