আইরখামার বধ্যভূমিতে বেরোবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

১৯৭১ সালের এইদিনে পাক বাহিনী হামলা চালিয়ে খোন্দকার মুখতার ইলাহীসহ ১১৯জন নিরীহ বাঙালিকে হত্যা করে

আইরখামার বধ্যভূমিতে বেরোবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বেরোবি প্রতিনিধি ♦ শহীদ খোন্দকার মুখতার ইলাহীসহ বীর শহীদদের স্মরণে আইরখামার বধ্যভ‚মিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ। মঙ্গলবার লালমনিরহাট জেলার আইরখামার গণহত্যার পঞ্চাশ বছর উপলক্ষ্যে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের ব্লুমসবার্গ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. কে মুশতাক ইলাহী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান প্রমুখ।  
এরপর লালমনিরহাট জেলার আইরখামার গণহত্যার পঞ্চাশ বছর উপলক্ষ্যে কুড়িগ্রামে অবস্থিত উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোগে স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপাচার্য।

উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। বক্তারা শহীদ খোন্দকার মুখতার ইলাহীর জীবন-দর্শন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ নভেম্বর পাকিস্তানী বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহীসহ ১১৯জন নিরীহ বাঙ্গালিকে হত্যা করে। গণহত্যার এই দিবসটিকে প্রতিবছর স্মরণ করতে এসব কর্মসূচি পালন করা হয়।