দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়াকেই কারণ হিসেবে বলছে বাজুস

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
ছবি: পিন্টারেস্ট

নিউজডোর ডেস্ক ♦ দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি প্রায় ৯১ হাজার টাকায় দাঁড়াল। ২২ ক্যারেট স্বর্ণের ভরি বর্তমানে ৯০ হাজার ৭৪৫ টাকায় দাঁড়িয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ৯০ হাজার ৭৪৫ টাকা। ২১ ক্যারেট এক ভরি ৮৬ হাজার ৬০৫ ও ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ এবং সনাতন পদ্ধতির ৬১ হাজার ৮৭৭ টাকা ভরি।

স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।