জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিএনপি‘র বিক্ষোভ 

এই সরকার ক্ষমতায় থাকলে দেশের পরিস্থিতি  শ্রীলংকার মত  হবে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিএনপি‘র বিক্ষোভ 
নগরীর গ্র্যান্ডহোটেল মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বর ঘুরে পুনুরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়

স্টাফ রিপোর্টার ♦ জ্বালানি তেল সহ নিত্য পন্যের লাগাম হীন উর্দ্ধগতীর প্রতিবাদে বিএনপি‘র লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর কোতওয়ালী মেট্রো বিএনপি সোমবার নগরীতে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি সকাল সাড়ে ১১ টায় নগরীর গ্র্যান্ডহোটেল মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষীন করে শাপলা চত্বর ঘুরে পুনুরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামু। এসময় বক্তারা বলেন, এই সরকারের লুটপাটে দেশ ও জাতি আজ মহা সংকটে। জ্বালানি তেল সহ নিত্য পন্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিএনপি আমলে যে চালের মূল্য ছিল ২০ টাকা সেই চাল আজ ৭০ থেকে ৭৫ টাকা। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের পরিস্থিতি  শ্রীলংকার মত  হবে। তাই দেশের স্বার্থে দ্রæত সরকারকে বিদায় দিতে হবে। প্রয়োজনে রাজপথে আরো রক্ত দিয়ে বিদেশের তাবেদার হাসিনা সরকার কে আর ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর  কমিটির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।