রংপুরে স্বৈরাচার পতন দিবস পালন

রংপুরে স্বৈরাচার পতন দিবস পালন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে স্বৈরাচার পতন দিবস পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (৬ ডিসেম্বর) দিবসটিকে ঘিরে দুপুরে প্রেসক্লাব চত্ত¡রে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের জেলা সমন্বয়ক ও জেলা বাসদের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, বাসদের সদস্য সচিব মমিনুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সামরিক শাসন হটাও, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, লুটপাত, দুর্নীতি বন্ধ, ছাত্র সংগ্রাম পরিষদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রায় ৯ বছর স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দল এবং বিএনপি’র নেতৃত্বে ৭ দল এবং ৫ দলীয় জোটের ধারাবাহিক আন্দোলনের ফলে সামরিকজান্তা এরশাদ সরকারকে পদত্যাগে বাধ্য করা হয়। এই আন্দোলনে ডাঃ শামসুল আলম খান মিলন, নুর হোসেনসহ অসংখ্য নেতাকর্মীদের আমরা হারিয়েছি। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে শহীদ মিনারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।