রংপুর চিড়িয়াখানার উট পাখি ডিম পাড়লেও বাচ্চা ফোঁটাতে ব্যর্থ

পুরুষ উট না থাকায় প্রায় ১২-১৪ টি ডিম নষ্ট হয়েছে,

রংপুর চিড়িয়াখানার উট পাখি ডিম পাড়লেও বাচ্চা ফোঁটাতে ব্যর্থ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর চিড়িয়াখানা উট পাখিটি ডিম পাড়লেও তা কোনও কাজে না আসায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। দুই বছর থেকে একটি খাঁচায় একাধিকবার ডিম পাড়লেও পুরুষ সঙ্গীর অভাবে বাচ্চা ফোঁটানো সম্ভব হয়নি। বাড়েনি কোনও উট পাখির বংশ বিস্তার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ডিম ভেঙ্গে শুধু খোসা সংরক্ষণ করে রাখছে বলে জানা গেছে। অথচ একটি পুরুষ উট পাখি এনে বংশ বিস্তারের জন্য ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে ঢাকা চিড়িয়াখানা থেকে ৬ মাস বয়সী একটি পুরুষ এবং একটি মেয়ে উটপাখি আনা হয়। দেড় বছর একসাথে থাকার পর পুরুষ উট পাখিটি মারা যায়। তখন থেকেই সঙ্গীবিহীন হয়ে পড়ে মেয়ে উট পাখিটি। ভূক্তে থাকে বিষন্নতায়।  এ দুই বছরে মেয়ে উটপাখিটি প্রায় ১২ থেকে ১৪ টি ডিম পেড়েছে, তবে পুরুষ সঙ্গীর অভাবে বংশ বিস্তার হয়নি। এই প্রজাতির পাখি সম্পর্কে জানা গেছে, আফ্রিকার সাহারা মরুভূমি উটপাখির বিচরণস্থল। বিশ্বের অনেক স্থানে উটপাখি পালন একটি লাভজনক ব্যবসা। বিশ্ববাজারে এর চামড়া, মাংস, পালক ইত্যাদির ব্যাপক চাহিদা রয়েছে। উট পাখি পোকা-মাকড় খায়। উড়তে না পাড়লেও ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এক একটি উট পাখির বাচ্চার দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা
রংপুর চিড়িয়ানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন জানান, পাখিটি ডিম দেয় কিন্তু, পুুরুষ সঙ্গীর অভাবে তা ফোঁটানো সম্ভব হয় না। তিনি বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।