কোরআন হাতে জাতিসংঘে রাইসি, অবমাননার প্রতিবাদ

কোরআন হাতে জাতিসংঘে রাইসি, অবমাননার প্রতিবাদ
ছবি: সংগৃহীত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননা করায় পশ্চিমাদের নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যান্য মুসলিম নেতারা। বাকস্বাধীনতা রক্ষার নামে ধরনের কর্মকাণ্ডকে বৈষম্যমূলক বলে নিন্দা জানান তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে মুসলিম নেতারা কোরআন অবমাননার নিন্দা করেছেন। খবর আল আরাবিয়ার।

সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর একাধিক ঘটনা ঘটেছে। মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে এসব ঘটনার নিন্দা সত্ত্বেও দেশটির সরকারের দাবি, মত প্রকাশের স্বাধীনতার আইনে এগুলো বন্ধ করা সম্ভব নয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যিনি কয়েক মাস ধরে সুইডেনকে কুর্দি কর্মীদের স্বাগত জানাতে চাপ দিয়ে আসছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন: পশ্চিমা দেশগুলো ইসলামফোবিয়াসহ বর্ণবাদে ইন্ধন জোগাচ্ছে। এটা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

 তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত, অনেক দেশের পপুলিস্ট রাজনীতিবিদরা এই ধরনের বিপজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।