এক মাসে করোনা সংক্রমনের হার বেড়েছে ৬৩ শতাংশ

এক মাসে করোনা সংক্রমনের হার বেড়েছে ৬৩ শতাংশ

নিউজডোর ডেস্ক ♦ জুলাইয়ের ২৪ তারিখ থেকে আগস্টের ২০ তারিখ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন। এই ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শাতংশ। এছাড়াও ২ হাজার ৫৯ জন মারা গিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে এখনও বড় হুমকির কারণ হিসেবে বলছে এবং সতর্কতা বজায় রেখে চলার নির্দেশনা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬ জন, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬ জন, যুক্তরাজ্যে ১৯ হাজার ৭৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালিতে ১৮ হাজার ১২৫ জন এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।