নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা জানতে চাই: সিইসি

নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা জানতে চাই: সিইসি

নিউজডোর ডেস্ক ♦ দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা বাস্তবতা জানতে চাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিশিষ্টজনের পরামর্শ শুনতে অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সংগঠনটি প্রাক্তন আমলা, সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি নির্বাচন নিয়ে কাজ করা লোকসহ ২৮ জনকে আমন্ত্রণ জানিয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের উদ্দেশে সিইসি বলেন, 'আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। আপনি বুদ্ধিজীবী। সেজন্য আমরা নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা এবং আপনাদের অভিজ্ঞতা মতামত পেতে চাই।

অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আগামী নির্বাচনের জন্য কমিশন কাজ করছে। দেশের সম্মানিত ভোটার, সাধারণ নাগরিক, গণমাধ্যমকর্মী, দেশ-বিদেশে বসবাসরত ভোটার প্রবাসীদের মধ্যে নির্বাচনের আগ্রহ রয়েছে।