সোনার দাম বাড়ল ভরিতে ১৭৫০ টাকা

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

সোনার দাম বাড়ল ভরিতে ১৭৫০ টাকা

নিউজডোর ডেস্ক ♦ গেল মার্চে দুই সপ্তাহের ব্যাবধানে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছিল ২ হাজার ২১৫ টাকা। তবে এর তিন সপ্তাহের ব্যাবধানে সোনার দাম ভরি প্রতি বেড়ে গেল ১ হাজার ৭শ’ ৫০ টাকা। যার ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরি প্রতি হয়েছে ৭৮ হাজার ৮৫০ টাকা।

সোমবার (১১ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় ১২ এপ্রিল অর্থ্যাৎ মঙ্গলবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার একে ভরি বিক্রি হবে ৭৮ হাজার ৭৫০ টাকায়। গত ১৫ মার্চ এই মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ভরি প্রতি ৭৭ হাজার একশ টাকা। এক সপ্তাহ পরই ২২ মার্চ এই মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ভরি প্রতি ৭৭ হাজার ১০০ টাকা। অর্থ্যাৎ প্রতি ভরিতে কমানো হয়েছিল ২ হাজার ২১৫ টাকা। আর এবার এক দফাতেই বেড়ে গেল সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা।