নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে অনেক ভোট বাতিল হবে: মোস্তফা

নির্বাচন কমিশনের প্রচারণা কোনও কাজে আসছে না বলে মন্তব্য করেন সাবেক মেয়র মোস্তফা

নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বচনে জাতীয়পার্টি প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে এবার অনেক ভোটারের ভোট বাতিল হবে। ৯০ ভাগ ভোটার ভোট দিতে গিয়ে সমস্যায় পড়বেন। যার মধ্যে ৮০ ভাগ ভোটারই আমার। গতকাল শুক্রবার নগরীর ধাপ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মোস্তফা বলেন, রংপুর সিটিবাসীর ইভিএম সম্পর্কে ধারণা নেই, যার কারণে অনেক ভোট নষ্ট হবে, বাতিল হবে। যত ভোট বাতিল হবে তার ৮০ ভাগ ভোট আমার। যার কারণে আমার ভোট কমে যাবে। ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেয়ার জন্য নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তাদের কার্যক্রমের ধীরগতি দেখে বলা যেতেই পারে তারা ব্যর্থ। একটি ওয়ার্ডে অনেক ভোটার একটি ইভিএম নিয়ে তারা কতজন মানুষকে প্রশিক্ষিত করবে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার অপ্রতুলতার কারণে সব মানুষেরা সঠিকভাবে ভোট দিতে পারবে না। তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম ইভিএমের প্রচারণা আমরা আমাদের মতো করে করি। কিন্তু এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে তারা দেননি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে প্রচারণা করছে তা কোনও কাজে আসছে না। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আগে আমরা দুদিনব্যাপী ভোটার শিক্ষণ কার্যক্রম শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ভোটাররা কেন্দ্রগুলোতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট কিংবা এনআইডি নম্বর দিয়ে ভোট প্রদান পদ্ধতি শিখছেন। সেই সাথে তারা যে প্রতীকে ভোট দিচ্ছেন, সেই প্রতীকে ফলাফল কাউন্ট হচ্ছে কি না তা দেখতে পারছেন। ভোটার শিক্ষণ কার্যক্রম ভোটাদের অবহিত করতে মাইকিং চলছে। এছাড়া রংপুর নগরীর মানুষ ইতোপূর্বে সিটি কর্পোরেশন নির্বাচনসহ আরও ৩টি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছে। তাই ইভিএমে ভোট প্রদান নিয়ে কোন সমস্যা হবে না।