আমদানির ঘোষণাতেই পেঁয়াজের দাম ২০ টাকা কমলো

আমদানির ঘোষণাতেই পেঁয়াজের দাম ২০ টাকা কমলো

স্টাফ রিপোর্টার : ভারত থেকে করা হবে পেঁয়াজ আমদানি। এ ঘোষণার পরপরই বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ২০ টাকা। গতকাল রোববার পেঁয়াজ বিক্রি হয়েছিল কেজি প্রতি ৯০ থেকে ৯৫ টাকা। একই পেঁয়াজ পরেরদিন আজ সোমবার বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ টাকা। তবুও মিলছে না ক্রেতা।

দাম আরো কমবে এ আশঙ্কা করে আড়ৎ থেকে পেঁয়াজ কিনছেন না খুচরা ব্যবসায়ীরা।

রংপুর পাগলাপীর নামা বাজারে খুচরা পেঁয়াজ বিক্রেতা মিজানুর রহমান নিউজডোরকে জানান, যেহেতু পেঁয়াজ আমদানি করা হবে। তাই দাম কমেছে। আরও কমবে এজন্য আড়ৎ থেকে পেঁয়াজ আনছি না। আগের যে পেঁয়াজ ছিল তাই লোকসান করে বেচতে হচ্ছে।