আওয়ামী লীগের কেউ খুন করলেও তাকে মালা দিয়ে বরণ করা হয়: জিএম কাদের

 

স্টাফ রিপোর্টার ♦ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে সুশাসন ছিল। এরশাদ সাহেব দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তখন আইন সকলের জন্য সমান ছিল। কিন্তু এখন কি আইন সকলের জন্য সমান! আওয়ামী লীগের কেউ খুন করলেও তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। আর নিরীহ মানুষদের বিনা দোষে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (২৮ মে) রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এক বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আমাদের দেশে জাতীয় রাজনীতি একটি লজ্জার বিষয় উল্লেখ করে জিএম কাদের বলেন, আপনি যখন পাঁচ বছর একটি দেশের ক্ষমতায় থাকেন তখন দেশের মানুষের সেবা করার অনেক সুযোগ পান। কিন্তু আপনারা করেন না কেন! আপনি ক্ষমতায় অপব্যবহার করেন কেন! আপনি দুর্নীতি করেন কেন! আপনি সাধারণ মানুষদের কষ্ট দেন কেন! মানুষকে অত্যাচার করেন কেন! মেগা প্রজেক্ট করে ১০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট ৩০ হাজার কোটিতে ঠেকেছে এটা হলো বাংলাদেশের সবচেয়ে গৌরবের বিষয় তাহলে বাকি মেগা প্রজেক্টে কি হয়েছে তা বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা’র সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির আহমেদ, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, লালমনিরহাট জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, গাইবান্ধা’র সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, নীলফামারীর সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুক আহমেদ মন্ডল, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত জীবনসহ অন্যরা।