রংপুরের উন্নয়ন নিয়ে ব্যতিক্রমী আলোচনা সভা

বিভিন্ন উপজেলার প্রায় অর্ধ শতাধিক তরুনদের অংশগ্রহণ

রংপুরের উন্নয়ন নিয়ে ব্যতিক্রমী আলোচনা সভা
আরডিআরএস সম্মেলন কক্ষে এ সভা আয়োজিত হয়

নিউজডোর ডেস্ক ♦ ইউনিসেফ ও রংপুর সিটি কর্পোরেশনের  সহযোগিতায় রংপুরের উন্নয়নে তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১২ ফেব্রুয়ারি) আরডিআরএস সম্মেলন কক্ষে রংপুরের বিভিন্ন কিশোর-কিশোরী-তরুণদের সেচ্ছাসেবী সংগঠন থেকে আসা অর্ধ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায়, রংপুর  কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে সচেতনতাবাল্যবিয়ে শিশুশ্রম মুক্ত জীবন নিশ্চিত করা, শিশু বান্ধব পরিবেশ সেবা নিশ্চিত করা, শিশু- কিশোর-কিশোরীদের জন্য সহিংসতা-নিপীড়নমুক্ত বৈষম্যহীন জীবন নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনঃব্যবহারযোগ্য পরিবেশবান্ধব নিরাপদ জিনিস তৈরি ব্যবহারজলবায়ু পরিবর্তন অভিযোজী প্রযুক্তি সূচনা, বিদ্যুৎ সাশ্রয়ী সুলভ প্রযুক্তি ব্যবহার সহ পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মতামত তুলে ধরা হয়।  

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ইউনিসেফ রংপুর রাজশাহী এর  নবনিযুক্ত বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, রংপুর সিটি  কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ঋত্বিক, মুনিম, প্রজ্ঞা পারমিতা, মৌমিতা হিয়া, হোসেন, আল আমিন, লুবনা, এবং  ইউনিসেফ রংপুর অফিসের বিভিন্ন কর্মকর্তা।