নীলফামারীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক নারী আটক

বেশ কিছু দিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে হেরোইনের ব্যবসা করে আসছে বলে স্বীকার করে

নীলফামারীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক নারী আটক

নিউজডোর ডেস্ক ♦ নীলফামারীতে র‌্যাবের বিশেষ অভিযানে ৩২০ গ্রাম হেরোইনসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 
শুক্রবার দিবাগত রাত ২টায় নীলফামারী জেলার ডোমার থানাধীন ডোমার রেল স্টেশনে এ অভিযান পরিচালনা করে দিনাজপুর র‌্যাব। অভিযানে গ্রেফতারকৃত আসামি হলো, রাজশাহীর পুঠিয়া থানাধীন গন্ডগোহলী এলাকার মো. গোলাপী ওরফে রাবেয়া (৩৮)।
র‌্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজশাহী থেকে নীলফামারী জেলার ডোমার থানাধীন ডোমার রেলস্টেশনের দিকে ট্রেনে করে মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধা থেকে অবস্থান করে। রাত ২টার দিকে এক মহিলার পায়ের দুটি স্যান্ডেলের সোলের ভিতর থেকে ৩২০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে হেরোইনের ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডোমার থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক দায়ের করে আসামি থানায় হস্তান্তর করে।