বিএনপি-জামায়াতের ভোট প্রত্যাশা করতেই পারি: মোস্তফা (ভিডিও)

মেয়রের চেয়ারে বসে আমি কিন্তু দলবাজি করিনি, আমি নিরপেক্ষ ছিলাম

নভেল চৌধুরী ♦ আমি যখন মেয়রের দায়িত্বে ছিলাম তখন আমি কোনও জাতীয় পার্টির নয় বরং আমি নিরপেক্ষ ছিলাম। আমি নগরীর উন্নয়নে সকলের সাথে পরামর্শ করেছি। যেহেতু বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেয়নি, তাই আমার প্রত্যাশা তাদের ভোটগুলো আমি পাব। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব এলাকায় তিনি এসব কথা বলেন। মেয়রের চেয়ারে বসে আমি কিন্তু দলবাজি করিনি, আমি নিরপেক্ষ ছিলাম তাই সেখান থেকে আমি প্রত্যাশা করতেই পারি যে, দল মত নির্বিশেষে সকলের ভোট আমি পাব । আমার বিশ্বাস, সব দল থেকেই আমি বিশাল পার্সেন্টেজ ভোট পাব। এছাড়াও রংপুর নগরের বেশ কয়েক জায়গায় গণসংযোগ করে বুঝতে পারছি যে সেখানকার শতভাগ ভোটই আমার।