ভারতে বাঁধ ভাঙায়, রংপুরের ৫ জেলায় সতর্কতা জারি।

নিউজডোর ডেস্ক ♦ বুধবার সকালে ভারতের সিকিমে হঠাৎ ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় স্রোত নামে তিস্তার। সেই পানিতে ভাসিয়ে নিয়ে যায় ঘর-বাড়ি, রাস্তা সব কিছু। এতে ভারতের ২৩ জন সেনা বাহিনী নিখোঁজ হয় বলে জানা গেছে। ভারতের সিকিমের চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্থ হওয়ায় তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বুধবার (৪ অক্টোবর) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার শংঙ্কা রয়েছে। বিকেল ৪টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কাউনিয়া পয়েন্টে একই সময়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার নিচ নিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হয়েছে। এদিকে বন্যার শংঙ্কায় তিস্তা নদী বেষ্টি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরী হতে শুরু করেছে। নদীর তীরবর্তী এলাকা মাইকিংসহ মানুষকে নিরাপদ স্থানে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।