কুড়িগ্রামে ছেলেকে জমি লিখে না দেয়ায় বাবাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

কুড়িগ্রামে ছেলেকে জমি লিখে না দেয়ায় বাবাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

নিউজডোর ডেস্ক ♦ বাবা। এই শব্দটি ব্যবহার করে আমরা যাঁকে ডাকি তিনি দিনরাত ঘামঝরা পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। জমি না দেয়ায় সেই বাবাকেই বাড়ি থেকে করে দিয়েছে সন্তান। এমন অভিযোগ পাওয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।

সন্তানদের জমি রেজিস্ট্রি না করায় ৮০ বছর বয়সী এক বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঘটনায় নির্যাতিতার বাবা নাগেশ্বরী থানায় আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বৃদ্ধ রজব আলী (৮০)

জানা যায়, বৃদ্ধ রজব আলীর ছেলে আনোয়ার হোসেন রফিকুল ইসলাম তাকে বাড়ি থেকে বের করে দেয়। বিচার না পাওয়ায় তিনি নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বৃদ্ধ রজব আলী বলেন, জমি রেজিস্ট্রি না করায় তার ছেলে আনোয়ার হোসেন রফিকুল ইসলাম নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।

ঘটনার বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর যথাযথ বিচার হওয়া উচিত।