মুক্তিযুদ্ধ নিয়ে অ্যাড. ইলিয়াসের দেয়া একান্ত সাক্ষাৎকার (ভিডিও)

স্টাফ রিপোর্টার ♦ রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইলিয়াস আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রোববার (২৯ জানুয়ারী) ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাড. ইলিয়াস আহমেদের প্রথম জানাজার নামাজ রংপুর কোর্ট চত্ত্বরে সকাল সাড়ে ১১টায়, দ্বিতীয় জানাজ রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১২টায় ও সর্বশেষ বাদ যোহর কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। অ্যাড. ইলিয়াস আহমেদ ১৯৬৭ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭০ সালে তিনি রংপুর সরকারী কলেজের ছাত্র সংসদের ভিপি এবং রংপুর মহকুমা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ২ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।