৩৩ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো গেল না আঁখিকে

ভেঙ্গে গেল স্বামী ইয়াকুবের স্বপ্ন

৩৩ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো গেল না আঁখিকে
মাহমুদা রহমান আঁখি। ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ভূল চিকিৎসা নবজাতক মারা যাওয়ার ১০ দিন পর মারা গেলেন মা মাহমুদা রহমান আঁখি। এ ১০ দিন তাঁকে ৩৩ ব্যাগ রক্ত দেয়া হয়েছিল বলে জানিয়েছে স্বজনরা।

রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঁখি।

এখন স্বজনদের একটাই দাবি, দেশের বিভিন্ন হাসপাতালগুলোর অনিয়মগুলোর বিরুদ্ধে যেন সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করে।

সন্তান ডেলিভারির সময় ভুল চিকিৎসার কারণে আঁখির মুত্রনালী কেটে ফেলেরাজধানীর সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসক। এরপর থেকেই একে এক আঁখির শরীর অকেজো হতে থাকে, বিকল হয়ে যায় আঁখির কিডনীসহ শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।