সাইবার নিরাপত্তা আইন মন্ত্রিসভায় অনুমোদন

সাইবার নিরাপত্তা আইন মন্ত্রিসভায় অনুমোদন

নিউজডোর ডেস্ক ♦ সংশোধন করা হয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। তবে কয়েখটি ধারা পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩’ নামে একটি নতুন আইনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতথ্য নিশ্চিত করেছে আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে গত আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন  বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ আনার সিদ্ধান্ত হয়।

২০১৮সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় এটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধন করার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার কর্মী সাংবাদিকদের অভিযোগ, ডিজিটাল বিশ্বে নিরাপত্তার কথা বললেও গণমাধ্যম বিরোধীদের কণ্ঠকে স্তব্ধ করতে আইনটি ব্যবহার করা হচ্ছে। খবর: সমকাল