পিছিয়ে থাকা জনগোষ্ঠির দোড়গোড়ায় গিয়ে সেবা দিল রংপুরের স্বাস্থ্য বিভাগ

পিছিয়ে থাকা জনগোষ্ঠির দোড়গোড়ায় গিয়ে সেবা দিল রংপুরের স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে পিছিয়ে থাকা জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিতে দু’দিনব্যাপী মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (আরবান হেলথ কার্যক্রম) সহযোগিতায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১০টি মেডিকেল টিম রংপুর নগরীর আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শালবন শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, কামাল কাছনা মোসলেম উদ্দিন স্কুল,  রংপুর সিটি উচ্চ বিদ্যালয়, মরিয়মনেছা উচ্চ বিদ্যালয়, রামপুরা উচ্চ বিদ্যালয় ও তাজহাট পাটবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতিটি ক্যাম্পে ৩ জন মেডিকেল অফিসার, ৩ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ৩ জন সার্পোট স্টাফ এ সেবা প্রদান করেন। এতে নগরীর দুই হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা পান। সোমবার (৫ জুন) দুপুরে নগরীর সিটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিনসহ অন্যরা।