তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮

মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮
ছবি: বিবিসি’র

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে। এতে করে এ পর্যন্ত প্রাণ গেল ১১৮ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৬৪০ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৪০ জন। ওদিকে প্রতিবেশী দেশ সিরিয়ায় ৪২জনের মৃতদহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২’শ জন।

ভূমিকম্পে উভয় দেশের অনেক ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে করে অনেকেই ভবন ধসের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিবিসি।