স্কুল ফিডিং সম্প্রসারণে সহায়তা করবে বিশ্ব খাদ্য কর্মসূচি:

স্কুল ফিডিং সম্প্রসারণে সহায়তা করবে বিশ্ব খাদ্য কর্মসূচি:
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ পররাষ্ট্রমন্ত্রী বলেন এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার বাংলাদেশে স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। সোমবার (২৪ জুলাই) রোমে খাদ্য কৃষি সংস্থার সম্মেলনের ফাঁকে পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে তিনি কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশে স্কুল ফিডিং কার্যক্রমকে আরও সম্প্রসারণে প্রযুক্তিগত সহায়তা দেবে। আন্তর্জাতিক স্কুল মিল কোয়ালিশনে বাংলাদেশ ৮৫তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশের সব উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য সরবরাহ প্রক্রিয়া বেগবান হবে।

এর আগে ২০ জুলাই প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি একসঙ্গে কাজ করবে।