বিশ্বব্যাপী বেড়েছে মুদ্রস্ফীতি, উন্নত দেশেও বদলাচ্ছে খাদ্যাভ্যাস

বিশ্বব্যাপী বেড়েছে মুদ্রস্ফীতি, উন্নত দেশেও বদলাচ্ছে খাদ্যাভ্যাস
ছবি: সংগৃহীত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ বিশ্বব্যাপি বেড়েছে মুদ্রাস্ফীতি। বিশ্লেষকরা কারণ হিসেবে বলছে করোনা ভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গবেষণা সংস্থাগুলো বলছে, মানুষের জীবনযাত্রায় ব্যয় অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ও কানাডাসহ বিশ্বের সমৃদ্ধ দেশের জনসাধারণের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে।

গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার পরিসংখ্যান বলছে, কানাডার নাগরিকরা তাদের অর্থ ব্যয়ের ধরনে পরিবর্তন এনেছে। তারা অর্থ বাঁচাতে সব ধরণের খাদ্য প্রগণ কমিয়েছে। ব্যয় বাড়ার ফলে কানাডিয়ানরা সার্বিক জীবনযাত্রার মানেও পরিবর্তন আনছে।

সাহায্য সংস্থার ফুড ব্যাংক কানাডার  প্রধান নির্বাহী ও কার্স্টিন বেয়ার্ডস্লে বলেন, “ গত দুই বছরে প্রতি পাঁচজনের একজন কানাডীয় তার ক্ষুধার কথা জানিয়েছে। টানা ১০ মাস ধরে কানাডার মুদ্রাস্ফীতির চেয়ে বেশি হারে বেড়েছে দোকানে বিক্রি হওয়িা খাবারের দাম।  
 

সূত্র: ওয়েলস অনলাইন