সারাদেশে গণপরিবহন-পণ্য পরিবহন চলাচল বন্ধ ঘোষণা

ঢাকার বাইরে অনেক জায়গায় ইতো মধ্যেই পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে

সারাদেশে গণপরিবহন-পণ্য পরিবহন চলাচল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ডিজেলের দাম বৃদ্ধির ফলে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে দেশের সকল গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক গণমাধ্যমকে এতথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হুট করে এই ধরণের দাম বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই। যে হারে ডিজেলের দাম বেড়েছে এতে করে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়।

সূত্রে জানা যায়, ইতোমধ্যেই ঢাকার বাইরে অনেক জাগায় পণ্যপরিবহনের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।