রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে চিকিৎসকদের জরুরি সভা

ডেঙ্গুতে আক্রান্ত আরও নতুন করে ১১ জন রোগী ভর্তি

রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে চিকিৎসকদের জরুরি সভা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে ♦  রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কঠিন আকার ধারণ করেছে ডেঙ্গু। আতঙ্কে ভুগছে মানুষজন। সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গুর ভয়াবহতা এড়াতে গতকাল বুধবার বিভাগের ৮ জেলার সকল হাসপাতালের চিকিৎসকদের নিয়ে জুম মিটিং করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। তিনি আর জানান ডেঙ্গুতে আক্রান্ত আরও নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছে।  রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে রংপুর মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সে রংপুর সদর হাসপাতালের কলোনীর বাসিন্দা হরিজন মানু লালের পূত্র। এ নিয়ে বিভাগের ৮ জেলায় চিকিৎসাধীন রয়েছে ২৭ জন রোগী তিনি জানান, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, রংপুরের অন্য হাসপাতালে ১ জন, পঞ্চগড়ে ১ জন, গাইবান্ধায় ২ জন, নীলফামারীতে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, রংপুর বিভাগের ৮ জেলার উপজেলার হাসপাতালগুলোতে মাঝারি পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোগীদের অবস্থা বেশি খারাপ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে আলাদা ডেঙ্গু কর্নার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।